Thursday, 26 October 2023

England vs Sri Lanka Live Score, World Cup 2023: Nissanka and Samarawickrama score fifties as SL trump ENG by eight wickets

 

England vs Sri Lanka Live Score, Cricket World Cup 2023: Chinnaswamy Stadium is a batting-friendly wicket, so both teams will be looking to score big runs. However, the pitch can also be slow and low, so the spinners will play a key role.

ENG vs SL World Cup 2023 Live Score: England and Sri Lanka battle in Bengaluru.


England vs Sri Lanka World Cup 2023 Live Score: Powered by the comeback of Angelo Matthews, who nabbed a couple of wickets in his first ODI since 2020, Sri Lanka dismissed England for 156. Earlier, after winning the toss, England opted to bat first in their league stage game against Sri Lanka at the M. Chinnaswamy Stadium in Bengaluru on Thursday.

England and Sri Lanka clash in the ICC Cricket World Cup 2023 in what can be expected to be a thrilling encounter. England are the defending champions and come into the match as the favorites. However, the recent results have not been in favour of the Three Lions and they are languishing at the bottom half of the points tables after playing 4 matches in the ICC World Cup 2023. So far, their only win in this tournament came against Bangladesh (by 137 runs).

Follow all the action from the Cricket World Cup 2023 on our special World Cup section. You can also find the latest stats, like the top scorer and the highest wicket-taker of the current edition, upcoming World Cup fixtures and the points table on the site.

Sri Lanka also have won just one game so far, and their WC campaign could end soon if their batting unit led by captain Kusal Mendis, who is a brilliant stroke-maker, and their bowling attack do not stand up to the task.

সাকিবের ছুটি নিয়ে অসন্তোষ

 বাংলাদেশের ক্রিকেট মাঠের চেয়েও বাইরের ইস্যুতে আলোচনায় থাকে প্রায়ই। এবারের বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স এমনিতেই একদম ভালো যাচ্ছে না।


এর মধ্যে নতুন আলোচনা সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে।

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকানা কলকাতায়। কিন্তু দলের বাকিরা এলেও আসেননি অধিনায়ক। তিনি মুম্বাই থেকে ফিরে গেছেন দেশে। মিরপুরে বুধবার প্রায় তিন ঘণ্টা ব্যাটিং সেশন করেন কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে।

অথচ বাংলাদেশ দলে কোচিং স্টাফের কমতি নেই। জেমি সিডন্সকে সরিয়ে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচ নেই। তবে সহকারী কোচ নিক পোথাস ব্যাটিং স্পেশালিস্ট, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তাই। তাদের রেখে বিশ্বকাপের মাঝপথে অধিনায়কের দেশে ফেরা কি বিসিবির জন্য বিব্রতকর?

জানতে চাইলে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, তারাও বুঝতে পারছেন না কীভাবে সাকিব ছুটি পেলেন।

উইলিয়ামসের বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। ড্রাইভ মতো করতে গিয়ে সাকিব আল হাসান ক্যাচ দিলেন উইকেটের পেছনে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করতে করতেও করেননি। হতাশা ও ক্ষোভ নিয়ে ফিরে যান সাজঘরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইলিয়মসের অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়ে বেশ হতাশ ছিলেন সাকিব। ওই ম্যাচেও বাংলাদেশ হারে বড় ব্যবধানে। এরপর দিন দলের পথ ছিল মুম্বাই থেকে কলকাতা। সাকিব বেছে নেন ভিন্ন পথ।  দলের সঙ্গে না এসে তিনি ফেরেন বাংলাদেশে।

মুম্বাই থেকে মিরপুরে গিয়ে অনুশীলন করেছেন বিকেএসপিতে থাকাকালীন তার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। বুধবার ইনডোরের ভেতরে প্রায় তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। এদিন বল হাতে নেননি তিনি।

বৃহস্পতিবারও মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব। শুক্রবারও মিরপুরে লম্বা অনুশীলন সেশন রয়েছে সাকিবের। অনুশীলনে কী নিয়ে কাজ হয়েছে জানতে চাইলে বিস্তারিত বলতে চাননি নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘অনুশীলন আর প্রয়োগ তো আলাদা জিনিস। দেখা যাক বাকিটা। ’

এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে স্রেফ ৫৬ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। দলের অবস্থাও খুব একটা ভালো নয়। হেরেছে পাঁচ ম্যাচের চারটিতে, এর মধ্যে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব।

বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

২৮ অক্টোবর নিয়ে প্রশাসন-রাজনৈতিক দল মুখোমুখি

 ঢাকা: সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

এক দফা দাবি আদায়ের চূড়ান্ত পর্যায়ে এসে আগামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেয় আন্দোলনকারী দলগুলো।

মূলত আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপির এ ঘোষণার পর থেকে দেশব্যাপী ‘কি হবে’ তা নিয়ে আলোচনা শুরু হয়। এদিকে, সমাবেশের বাকি একদিন হলেও প্রশাসন এখন পর্যন্ত সমাবেশের ব্যাপারে কোনো অনুমতি বা অনুমোদন দেয়নি।

এদিকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্দিষ্টস্থানেই তাদের সমাবেশ-মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এসব দলের বিভিন্ন নেতারা বলেছেন, কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাদের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করা।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ঢাকা মহানগরের মধ্যে কোনো সভা-সমাবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাছাড়া অনিবন্ধিত কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশের অনুমতির প্রশ্নই আসে না।

এদিকে, ২৮ অক্টোবরের মহাসমাবেশ বাস্তবায়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সরকার বিরোধী আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো। অপরদিকে অনুমতি ছাড়া মহাসমাবেশ ঠেকানোর প্রস্তুতিও রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই অবস্থায় প্রশাসন-রাজনৈতিক দলগুলো পরস্পরের মুখোমুখি। আর দিনটি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে সাধারণ মানুষ।

বিএনপি মহাসমাবেশ করতে চায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। কিন্তু প্রশাসন সেটি রাজি নয়। তাই দলটিকে তার কেন্দ্রীয় কার্যালয় ছাড়া সমাবেশের জন্য বিকল্প দুটি জায়গার নাম চেয়ে চিঠি দেয় পুলিশ। সেই চিঠির জবাব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সাফ জানিয়ে দেন, নয়াপল্টনেই মহাসমাবেশ হবে, এর কোনো বিকল্প নেই। সব প্রস্তুতি শেষ, অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব নয়।

অপরদিকে, মতিঝিলের শাপলা চত্বরেই মহাসমাবেশ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান এ মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীকে সভা-সমাবেশ ও মিছিল করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে বারবার লিখিতভাবে আবেদন জানানোর পরও প্রশাসন সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা না করে উল্টো বাধা দিচ্ছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলসমূহের সভা-সমাবেশ ও মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতা করা। মিছিল, মিটিং, সভা-সমাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার যাতে তারা প্রয়োগ করতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব। তাতে বাধা দেওয়া পুলিশের দায়িত্ব হতে পারে না।

জনদুর্ভোগ কমাতে আওয়ামী লীগ ও বিএনপিকে রাস্তায় সমাবেশ না করে অন্য স্থান দেখতে বলেছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, যারা ঢাকা শহরে সভা-সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে, তাদের রাস্তায় নয়, রাস্তা বাদ দিয়ে অন্যত্র উন্মুক্ত স্থানে সমাবেশ করার কথা বলা হয়েছে। সেটা খোলা স্থান বা মাঠও হতে পারে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে একই রকম চিঠি দেওয়া হয়েছে। এ পর্যন্ত ভিন্ন কোনো সিদ্ধান্ত হয়নি। আর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্যত্র সমাবেশ করার কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

পল্টনেই সমাবেশ করবে বিএনপি। দলের মহাসচিবের বক্তব্য অনুযায়ী যদি তারা এ সিদ্ধান্তেই অটল থাকে তাহলে ডিএমপির অবস্থান কী হবে? প্রশ্নের উত্তরে বিপ্লব বলেন, রাজনৈতিক নেতারা অনেক সময় মাঠ গরম করা বা কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে অনেক ধরনের কথা বলেন। তা আমরা বিবেচনায় নিচ্ছি না। আমরা বিবেচনা করছি আইনসংগত কথা। ঢাকা মহানগরে সমাবেশ করতে হলে অর্ডিন্যান্স অনুযায়ী ডিএমপি কমিশনারের অনুমতি নিতেই হবে। এটি আইনিভাবেই বাধ্যতামূলক। কেউ যদি সেটা না করে, তবে তাতে আইনের বরখেলাপ হবে। সুতরাং আমরা আশা করব, আইনের প্রতি বাধ্য থেকে সভা-সমাবেশ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে, পুলিশকে সহযোগিতা করবে।

একই দিনে শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামায়াতের বিষয়ে ডিএমপির অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার। জামায়াতকে ঢাকা শহরের কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াত স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধে অভিযুক্ত দল। দলটির নিবন্ধন হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বাতিল করেছে। সুতরাং জামায়াতকে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ নেই।    

জামায়াত কোনো স্পেস পাবে না। তাদের বিষয়ে সহযোগিতা নয়, শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতি। এরপরও যদি তারা অনুমতি ছাড়া সমাবেশ করতে চায়, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। জামায়াতের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

England vs Sri Lanka Live Score, World Cup 2023: Nissanka and Samarawickrama score fifties as SL trump ENG by eight wickets

  England vs Sri Lanka Live Score, Cricket World Cup 2023: Chinnaswamy Stadium is a batting-friendly wicket, so both teams will be looking t...